টাকার লোভে মেসি পি এস জি তে খেলছেন - বার্সেলোনা
একটা লোকের চোখ, কান, মস্তিষ্কও আছে; সবই দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন, কিন্তু কেউ তাঁকে সরাসরি কিছু বলছেন না—বার্সেলোনায় রোনাল্ড কোমানের এখন এ অবস্থা!
বিশ্বাস না হলে স্বয়ং কোমানকেই জিগ্যেস করুন। লা লিগায় আগামীকাল রাতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এমন কথাই বলে গেলেন বার্সার এই ডাচ কোচ। কারণ? কোমানকে নিয়ে বার্সায় চলমান সংকট।
অবস্থা এখন এমন যে বার্সার মাঠে আতলেতিকো নামা পর্যন্ত কোমান কোচ পদে থাকবেন কি না, তা নিয়ে সন্দেহ করার লোকের অভাব নেই। চ্যাম্পিয়নস লিগে প্রথম দুই ম্যাচেই বার্সার জঘন্য হারে এই সন্দেহবাদীদের সংখ্যা ক্রমে বাড়ছে।
কোমানের ভবিষ্যৎ নিয়ে পরশু বৈঠকও করেছে বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছিল, সেদিনই নাকি কোমানকে ছাঁটাই করা হবে। কিন্তু পরিস্থিতি বার্সাকে দেরি করাতে বাধ্য করছে।
🥰 @RonaldKoeman congratulates Gavi for his national team call up. 🤝 pic.twitter.com/pDSKZfR2Z7
— FC Barcelona (@FCBarcelona) October 1, 2021
Barcelona are winless in their past five Champions League matches under Ronald Koeman.No other manager at the club has ever overseen such a drought. pic.twitter.com/cEmLSHMY3D— Goal (@goal) September 30, 2021
Barcelona this season:▪️ 3 wins, 3 draws, 2 losses▪️ Sixth in La Liga▪️ Bottom of their UCL groupBut Ronald Koeman still has the support of the locker room 🗣️ pic.twitter.com/i3czmuYmuA— B/R Football (@brfootball) September 30, 2021