আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২১| Date Today
আমরা প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর সেদিনের তারিখ এবং কি বার এবং কত তারিখ তা আমরা জানার চেষ্টা করে সেটা মোবাইলের মাধ্যমে হোক কিংবা বাড়িতে থাকা আমাদের ক্যালেন্ডার এর মাধ্যমে অথবা গুগোল এ সার্চ করে এক কথা আমাদের জানলে হবে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে খুব সহজে প্রত্যেকদিনের তারিখ জেনে নিতে পারেন
আজকের তারিখ বাংলা ইংরেজি আরবি ২০২১
- আজকের বাংলা তারিখ হচ্ছে- 10 আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ।
- আজকের ইংরেজি তারিখ হচ্ছে- 25 সেপ্টেম্বর, ২০২১ইং।
- আজকের আরবি তারিখ হচ্ছে- 17 সফর, ১৪৪৩ হিজরি।
আরবি মাসের কত তারিখ আজ ২০২১
আরবি ক্যালেন্ডার ২০২১ আজকের তারিখ
আরবি ১২ মাসের নাম
ইসলাম শান্তির ধর্ম সারা পৃথিবীতে একটি মাত্র শ্রেষ্ঠ ধর্ম রয়েছে সেটি হচ্ছে ইসলাম একজন মুসলমান হিসেবে ইসলামের আইন কানুন আদেশ-নির্দেশ যেমন জরুরি তেমনি ভাবে ইসলামের সকল বিষয়ের সম্পর্কে জানা অত্যাবশ্যক
আরবি মাসকে মূলত হিজরি সন হিসেবে গননা করা হয়ে থাকে। আরবি মাসের উৎপত্তি হয় আরবদের হাত ধরে।১৪৪০ সন থেকে মূলত হিজরি সন গণনা শুরু হয়।হিজরি উৎপত্তির পূর্বে আরবরা তাদের বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে সাল, দিন গণনা করতেন।
দিনশেষে সঠিক সাল গননা করা বেশ আবশ্যিক হয়ে উঠে। যার কারণে সাহাবীগণ বিষয়টি নিয়ে অনুধাবন করেন।পরবর্তীকালে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর(রাঃ) এর শাসনকালে হযরত আলী(রাঃ) বেশ কয়েকজন সাহাবি মিলে শুরু করেন মাস গননা। কিন্তু ঠিক কবে থেকে আরবি মাস গননা করা হবে তা নিয়ে সকলের মাঝে বেশ দ্বিধাদন্দে ভুগে।
কোন কোন সাহাবী হযরত মোহাম্মদ(সা:) এর জন্মসাল থেকে,কোন কোন সাহাবী আবার রাসূল (সাঃ) এর উপর ওহী নাজিলের পর ,আবার কোন কোন সাহাবী রাসূল(সা:) এর মৃত্যুর পর থেকে মাস গণনার কথা প্রস্তাব করেন। কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা প্রস্তাব করেছিলেন যে (রা:) এর হিযরতের ঘটনার পর থেকে গণনা করা হবে সাল।
সকল ধরণের সাহাবীরা মিলে তার দেওয়ার এই প্রস্তাব স্বাগত জানান। তারপর থেকে রাসূল (সাঃ) এর হিজরতের পর থেকে আরবি মাস গণনা করা হয়ে থাকে। সেই মাসকে মহরম বলা হয়। সেই সাথে আজ অবধি প্রচলিত রয়েছে হিজরী সন। হিজরী সালের অধীনে রয়েছে ১২ টি মাস।
আমরা মুসলমানরা ইংরেজি তারেক সহজে মুখস্ত করতে পারি এবং কখন কোন তারিখ সহজ আমি বলে দিতে পারে কিন্তু কারও যদি জিজ্ঞেস করা হয় আজকে আরবি মাসের কত তারিখ অথবা আজকে আরবি মাসের কি মাস সেটা কিন্তু আমরা অনেকে পারিনা । আমাদের কিন্তু উচিত একজন মুসলমান হিসেবে ইসলামের সব আইন-কানুন বিষয়গুলোকে ভালোভাবে জানা আমরা নিচে ইসলামের বারটি মাস নিয়ে আলোচনা করেছি সেখানে বারটি মাসের নাম লিখেছি ।মাসগুলো হল:
- মহরম অর্থ (মর্যাদাপূর্ণ)।
- সফর অর্থ (খালি কিংবা শূন্য)।
- রবিউল আওয়াল অর্থ (বসন্তের গরু)।
- রবিউল আখের (আখের অর্থ হল শেষ )।
- জুমাদাম উলা(অর্থ জমে যাওয়া কিংবা স্থবির হয়ে যাওয়া)।
- জুমাদাল উখরা (উখরা শেষ)।
- রজব(সম্মান করা)।
- সাবান(ছেড়ে দেওয়া কিংবা বিচ্ছিন্ন হয়ে যাওয়া)।
- রমজান (জ্বালিয়ে দেওয়া)।
- শাওয়াল (তোলা কিংবা উঠানো)।
- জিলকদ (বসে থাকা )।
- জিলহজ (হজের মাস
ইংরেজি থেকে আরবি তারিখ
আজ বাংলা কত তারিখ ২০২১
বাংলা ক্যালেন্ডার ২০২১ আজকের তারিখ
বাংলা মাসের নাম
- বৈশাখ।
- জ্যৈষ্ঠ মাস।
- আষাঢ়।
- শ্রাবণ।
- ভাদ্র।
- আশ্বিন।
- কার্তিক।
- অগ্রাহায়ণ।
- পৌষ।
- মাঘ।
- ফাল্গুন।
- চৈএ।
বাংলা তারিখ থেকে ইংরেজি তারিখ
ইংরেজি মাসের নাম
- জানুয়ারি।
- ফেব্রুয়ারি।
- মার্চ।
- এপ্রিল।
- মে।
- জুন।
- জুলাই।
- আগস্ট।
- সেপ্টেম্বর।
- অক্টোবর।
- নভেম্বর।
- ডিসেম্বর।