জানুয়ারির শুরুতেই করোনা ভাইরাসের টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর-covid-19 vaccine update usa
জানুয়ারির শুরুতেই করোনা ভাইরাসের টিকা পাওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর covid-19 vaccine update usa
বর্তমানে যে রোগটি আমাদের বড় ভয়ের বিষয় তা হল করোনা ভাইরাস - যার টিকা আবিস্কার করতে অনেক সময় লেগে যায় - কিন্তু অবশেষে টিকা আবিস্কার হয়েছে - বৃহস্পতিবার রাজধানীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, “আমরা আশা করি, আগামী মাসের প্রথম দিকেই… প্রথম কোয়ার্টারেই আমরা টিকা পেয়ে যাব।
covid-19 vaccine update usa
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছি। তিন কোটি ডোজ টিকা সরকার নিয়ে আসছে সরাসরি।”
যা দিয়ে মোটামুটি আমরা এখন বাংলার বাংলার মানুষকে বাচাঁতে পারব - করোনা এই টিকা যে বর্তমানে কতটা দামি তা আমরা সকলের আর বুঝার বাকি নাই - কিন্তু আমরা যারা এই মহা মারির পরও বেচেঁ আছি তারা মহান আল্লাহ কাছে শুকরিয়া যানান
covid-19 vaccine update usa
প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ টিকার এই ব্যবস্থা করতে পেরেছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডব্লিউএইচও আমাদের টিকা দেবে আমাদের জনসংখ্যার বিশ শতাংশ হারে। সেটা আসতে হয়ত কিছুটা সময় লাগবে।-
কিন্তু আমরা যদি তার জন্য অপেক্ষা করে বসে থাকি তাহলে হবে না কারন এখন শিতকাল আর এই শিতে করোনার প্রভাব বেশি থাকে -করোনা ঠান্ডায় অনেক সময় বেচেঁ থাকে -তাই আমরা ডব্লিউএইচও টাকার জন্য আপেক্ষা করলে চলবেনা
কিন্তু আমরা টিকা পাব। অনেক দেশ আছে, যারা এখনও টিকার ব্যবস্থা করতে পারেনি।” বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে এই অনুষ্ঠানে কয়েকজন শিশুকে টিকা দেওয়ার মাধ্যমে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী শনিবার সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১০ বছরের নিচে প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হবে। যাতে করে তাদেরকে।করোনা ভাইরাস তেমন আক্রান্ত না করতে পারে - আপনাদের হইত মনে আছে এই ভাইরাস সবার জন্য ঝুকির হলে বৃদ্ধ ও শিশুর জন্য ছিল ভায়াবহ ঝুকি
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দান চলবে। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি হবে না।
টিকা দেওয়া হবে কমিউনিটি টিকাদান কেন্দ্রের মাধ্যমে।