a short emotional story-bangla emotional short story bangla-একটি আপেল বিক্রিতার গল্প
a short emotional story-bangla emotional short story bangla-একটি আপেল বিক্রিতার গল্প
একদা এক বৃদ্ধা আপেল বিক্রেতা লোক একটি ফলের দোকান করতেন বৃদ্ধা লোকটির অনেক বয়স ছিল তার পরও সে লোকটি ফল বিক্রি করে তার সংসার চালাতেন - কিন্তু বৃদ্ধার সাথে গঠে গেল এক ভালবাসর যটনা
একটি লোক প্রতিদিন তার স্ত্রীকে সহ বাজারে যেতেন এবং ওই বৃদ্ধ ফল বিক্রেতার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেতেন লোকটি আপেল ক্রয় করার পর প্রতিদিন সেই ফল বিক্রেতা বৃদ্ধাকে
খুবই কমন একটা কাজ করতেন আপেলের মূল্য পরিশোধ করার পর লোকটি প্রতিদিন একটা আপেল বের করে বলতেন আপনার আপেল গুলো খুবই পানসে একদম খেতে মোটেই ভাল লাগেনা এই
নিন একটা খেয়ে আপনি নিজেই দেখুন তাহলে বুঝতে পারবেন আমার কথা ঠিক না ভুল এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে এগিয়ে দেন
বিস্ময়কর বিষয় হলো আপেল নিয়ে তার অভিযোগ থাকলেও বাজারের অন্য কোন ফল বিক্রেতার কাছ থেকে আপেল ক্রয় না করে প্রতিদিন সেই বৃদ্ধা লোকের কাছ থেকেই আপেল ক্রয় করতেন
বৃদ্ধা লোকটি আপেলটা খেয়ে যেই বলবেন মিষ্টি তো ঠিকঠাক আছে তার আগে লোকটি চলে যান লোকের সাথে প্রতিদিনের ন্যায় তার স্ত্রীও সাথেই আছেন হাঁটতে হাঁটতে স্ত্রী বললেন তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন আমি আপেল গুলো খেয়ে দেখেছি
বেশ ভাল এবং মিষ্টি জানো না মিথ্যে বলা মহাপাপ লোকটি জবাব দিলেন আসলে আপেলগুলো মিষ্টি আমিও সেটা জানি কিন্তু তুমি কি বৃদ্ধার চেহারা খেয়াল করে দেখোনি
অল্প আয়ে দিয়ে খাবার যোগার করে আমার বৃদ্ধ্কে দেখে বড় মায়া হয় তুমি দেখ না আমার তার আপেল নিয়ে অভিযোগ থাকার পরও আমি তার দোকান থেকে ফল কিনতে যাই তাই আমি ইচ্ছে করেই প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দি
এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসে তরকারী বিক্রি করেন এক তরকারি বিক্রেতা আজ
হঠাৎ বৃদ্ধাকে বললেন আমি প্রতিদিন লক্ষ্য করি
আপনি ওই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল দেন বৃদ্ধা হেসে জবাব দিলেন আমি জানি প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা আপেল
দিয়ে চলে যান তিনি মনে করেন আমি কিছু জানি না সে আমাকে কে প্রতিদিন একটা আপেল দিয়ে যায়, সেও জানে আমার আপেল ভাল এবং মিস্টি তার পরও সে আমাকে একটা আপেল দিয়ে দেন তাই
তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজন এর পাল্লা আপনা আপনি বেড়ে যাই কিছু কিছু মায়া মমতা ভালবাসা ব্যাখ্যা বা বর্ণনা করে বোঝানো সম্ভব নয় এগুলো টাকার বিনিময় পরিমাপ করা যায় না শুধু
অনুভব করা যায় বর্তমান সময়ের লোকদেখানো ভালোবাসার মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা নিরবে মানুষকে-
ভালোবেসে যান শুধুমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার আশায় ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার আশায় নয় আড়ালে ভালোবেসে যাওয়া এমন মানুষ গুলো এমন ভালোবাসা গুলো বেঁচে থাকুক তাদের জন্যই যাতে মানুষ হয়ে জন্ম নেওয়াটা কে আমরা গর্বের সাথে ব্যক্ত করতে পারিসস
মানুষ যদি মন থেকে কাউকে ভালবাসে সে তার জন্য এমন কিছু করত চাই- তাতে তার ভালবাসার মানুষটি যদি না করে - তাহলে সর এমন প্রদক্ষেপ নেন যা তার ভালবাসার মানুসটিকে বুঝতে দেন না - সে আরালে করে যান - এমন হাজাও মানুষ আছে যারা কোন কিছু পাওয়ার আসা ছারা তাদের আপন মানুষটির পাশে থাকেন - একেই বলে ভালবাসা
a short emotional story-bangla emotional short story bangla-একটি আপেল বিক্রিতার গল্প