[ করোনা ভাইরাস বাংলাদেশ] আপনিও পারেন চিনের মত করে করোনা প্রতিরোধি প্রদক্ষেপ নিতে - covid-20 news bd
#করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণিয়
করোনা ভাইরাস বর্তমান সময়ের এক ভায়াবহ নাম যার নাম শুনলে যে কারও ভয় হয় - আর যদি শুনি আমার নিজের করোনা ভাইরাস তাহলেতত বাকিটা ইতিহাস -- কিন্তুু এইটার জন্য ভয় না করে নিজে সচেতন থাকবেন এবং পরিবারকে সচেতন রাখবেন বাহিরে কোন কাজ কর্ম ছারা বাহির হবেন না - নিজে নিজে অনেক সচেতন মুলুক কাজ গ্রহণ করতে পারেন - যার ফলে আপনিও সেপ আপনার পরিবারও সেফ থাকবে - তা কিবাবে কি কি করবেন নিচে বিস্তারিত দেওয়া আছে --/
চীনের প্রতিটি বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত রুগী আছে।কিন্তু সেখানকার বাসিন্দারা এই ভাইরাস এর জন্য কোনো ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না, তারা যাচ্ছে না কোন ডাক্তারের কাছে, ।তারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তারা কিবাবে বেছে আছে হা সেইম প্রশ্নটা আমার মনে পরছিল, ত তাহলে জেনে নি
এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে ভাইরাসকে বিনাশ করছেন।এর জন্য তারা মাত্র ৩টি কাজ করছেন।
সেগুলো হলোঃ ( ১৯ ভাইরাস)
১. তারা দিনে চারবার কেটলি থেকে গরম পানির ভাপ নিচ্ছেন। যার ফলে ভাইরাসটি মরে যাই এবং দিরে দিরে রোগি ভাল হতে থাকে
গরম পানির মধ্য covid-19 বেচে থাকতে পারেনা করোনা ভাইরাস যেমন আমাদের জন্য যম -- তার কথা শুনলে আমরা ভয়ে কাতর হই তেমনি করোনা ভাইরাস গরম এর কথা শুনলে ভয়ে পালায় -না
পালাইলেও কিন্তু আমাদের শরিলে আর প্রবেশ করতে পারে না -- করোনা ভাইরাস যদি ঠান্ডা পায় তাহলে সে অমনি দরে গপ গপ খেয়ে পেলে - কারণ সে ঠান্ডায় নিজেকে আর শক্তিশালি করতে সক্ষম
হয়ে উঠে -- তাই আমাদের উচিত আমরা যেন গরম পানি সব সময় সাথে রাখি -- এর মানি এই না যে আমরা হাটার সময় গরম পানি সাথে নিয়ে হাটব - আপনি বাসায় থাকা কালে আপনি যন যন পান করবেন - বাহিরে গেলে সেখান থেকে এসে গরম পানি পান করবেন
২. দিনে চারবার গরম পানি দিয়ে গড়গড়া করছেন।
আপনি আবার গরম পানি খেতে পারেন এতে করে ভাইরাস ধমনে অনেক কাজ করে এই গরম পানি
৩. আর দিনে চারবার গরম চা পান করছেন।
এভাবে টানা চারদিন এই ৩টি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা।
অনেকে গরম পানি পান করতে পারেন না কারা কি করবেন - তারা যদি হরম পানি পান করতে না পারে তারা কি মারা যাবেন - না তারা কেন মারা যাবেন তারা তার বিপরিত কিছু একটা পান করতে পারেন তা হল গরম রং চা - চা তা হলেত কোন কথাই নাই
আমি আবার চা বেশি খাইতে পারি তাই যারা গরম পানি পান করত পারেন না তারা গরম রং চা পান করতে পারেন তা আরার যন যন পান করতে কোন অসুবিধা নাই
এভাবেই পঞ্চম দিনে হচ্ছেন করোনা নেগেটিভ।